বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

বাহুবলে ছেলে ধরা গুজব ও ডেঙ্গুজ্বর প্রতিরোধ বিষয়ক অভিভাবক সমাবেশ

নিজস্ব সংবাদদাতা : বাহুবলের পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ধরা গুজব ও ডেঙ্গুজ্বর প্রতিরোধ বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্যের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. স্নিগ্ধা জ্যোতি চৌধুরী, কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মহরম আলী। এছাড়াও সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ সাম্প্রতিক বিভিন্ন গুজবের প্রতি কান না দিয়ে এবং আইন নিজের হাতে তুলে না নিতে সকলকে উদ্বুদ্ধ করেন। এলাকায় এরকম যে কোন সন্দেহ দেখা দিলে নিকটস্থ প্রশাসনের সহযোগিতা নিতে উপস্থিত সকলকে অনুরোধ জানান। সভায় প্রধান অতিথি আব্দুল মজিদ বলেন, ছেলে ধরা গুজবে কান না দিয়ে বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উপস্থিত নিশ্চিতকরন ও ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষিক্ষা এবং অভিভাবকদের পরামর্শ প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com