বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৯ জুলাই) সোমবার সকালে উপজেলা সভাকক্ষে উক্ত সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ তৌহিদ বিন হাসান সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গৌবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, সত্যজিৎ দাশ, আশিক মিয়া, বজলুর রশিদ চৌধুরী ও ছাইমুদ্দিন আহমদ প্রমূখ।
সভায় বলা হয় ছেলে ধরা কল্লা কাটা গুজব ছড়ানো হচ্ছে। অপরিচিত মানুষজনকে ছেলে ধরা বলে মারপিট করা দন্ডনীয় অপরাধ। ডেঙ্গু থেকে রক্ষায় বাড়ীর আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সভায় নবীগঞ্জে চুরি ডাকাতি ছিনতাই তথা আইন শৃঙ্খলা সমুন্বত রাখতে জুয়ারী ও মাদককাসক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার উপর গুরাত্বারোপ করা হয়।
সভায় ১০ নং দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদের আত্মার মাগফেরাত কামনায় শোক প্রস্তাব গৃহিত হয় এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।