মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) :  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বানিয়াচংয়ে তাদের এজেন্ট ব্যাংকিং গ্যানিংগঞ্জ বাজার শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭আগস্ট) বেলা ১১টায় গ্যানিংগঞ্জ বাজারের রুবেল ম্যানসনের দোতলায় প্রধান অতিথি হিসেবে এ ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন মুহাম্মদ সাঈদ উল্লাহ।

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এফএভিপি ও শাখা প্রধান মোহম্মদ মাসুদ কাদির এর সভাপতিত্বে ও নবীগঞ্জ শাখার সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া,বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফজলু মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট ইনচার্জ মেসার্স বানিয়াচং এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো:মাহবুবুল আলম।

অত্র ব্যাংকিং শাখায়-ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, বৈদেশিক রেমিট্যান্স এর অর্থ প্রদান, যে কোনো ব্যাংকে একাউন্ট ট্রান্সফার, একাউন্ট ব্যালেন্স অনুসন্ধান ও সংক্ষিপ্ত বিবরণী, ডেবিট ও খিদমাহ কার্ডের আবেদন গ্রহন, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ বিতরণ ও আদায়, ইউটিলিটি বিল গ্রহন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম সংগ্রহ, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন কল্যাণমুলক ভাতা প্রদান ও বাংলাদেশ ব্যাংক অনুমোদিক যে কোন গ্রাহক সেবা দেয়া হবে বলে জানিয়েছেন এজেন্ট ব্যাংকিং এর কর্মকর্তারা।

অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বানিয়াচং ৪নং ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী মাওলানা আব্দুর রাজ্জাক খান, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ এহিয়া মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কোরাইশি মাদ্রাসা হিফজ বিভাগের প্রধান হাফেজ সোহাইল আহমেদ ও দোয়া পরিচালনা করেন গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বাহা উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com