বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

বানিয়াচংয়ে পতাকা বিতরণ উপলক্ষ্যে ইউএনও’র প্রেস ব্রিফিং

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : আগামী ২ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলায় ১ হাজার ৪৪০ শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা উপহার দিবেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সঠিক মাপের জাতীয় পতাকা বিতরণ উপলক্ষ্যে বানিয়াচংয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেসব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার।

বৃহস্পতিবার (২৯আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা হলরুমে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিংয়ে ইউএনও মামুন খন্দকার জানান, ওইদিন জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এ পতাকা দেয়া হবে। একই সময় একযোগে বানিয়াচং উপজেলার প্রায় ২১৫টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে জাতীয় পতাকা বিতরণ করা হবে।

তিনি জানানা, প্রতিটি পতাকার সাইজ ও রং একই হবে। পতাকার দৈর্ঘ্য হবে ৫ ফুট এবং প্রস্থ হবে ৩ ফুট। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়েছে এই পতাকা উত্তোলনের জন্য তারা ১০ফুট উচ্চতার একটি এসএস (স্টেইনলেস স্টিল) পাইপ ক্রয় করতে এবং পতাকা উত্তোলনের জন্য সামনে একটি বেদী তৈরী করতে। ইতিমধ্যে বিষয়টি তদারকি করে প্রস্তুতি শেষ করেছেন শিক্ষা কর্মকর্তাগণ।

ইউএনও মামুন খন্দকার আরো জানান, প্রায় সময়ই দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ইচ্ছামতো আকার এবং যথাযথ রং ব্যবহার করা হয়না পতাকায়। অনেক প্রতিষ্ঠানে বিবর্ণ,ময়লা এবং ছেড়া পতাকাও উত্তোলন করা হয়। নির্দিষ্ট কোনো জায়গায় সেটি না উত্তোলন কওে যেনতেন ভাবে এই পতাকা উত্তোলন করা হয়। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই রং এবং একই আকারের পতাকা উত্তোলন নিশ্চিত করতে এই পতাকা বিতরণ কর্মসূচী হাতে নিয়েছেন মাননীয় জেলা প্রশাসক। এ সময় বক্তব্য রাখেন-মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা,প্রাথমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম,সহকারি শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম।

গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন-প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সুহেল,রিপোর্টার্স ইউনিটি সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী,সেক্রেটারি জীবন আহমেদ লিটন,সাংবাদিক মখলিছ মিয়া,আশিকুল ইসলাম প্রমুখ। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন,সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন,সাংবাদিক দেওয়ান শোয়েব রাজা,মাওলানা শফিকুল ইসলাম শফিক,আনোয়ার হোসেন,জামাল উদ্দিন আলফু ও আলআমিন খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com