শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

নিউজিল্যান্ডে সহজ জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

তরফ নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে কখনো ওয়ানডে জিততে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে যুবারা দেখালো ব্যতিক্রম। জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রোববার বার্ট সাটক্লিফ ওভাল মাঠে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে আকবর আলী বাহিনী। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে ১৭৬ রানে আটকে দেয় টাইগার যুবারা।  জবাবে ৬৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের যুবাদের। পেসবান্ধব উইকেট ও বাতাসের মধ্যে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম। প্রথম ওভারেই তুলে নেন কিউই ওপেনার মারিউকে। এরপর ১৫ থেকে ১৮তম ওভারের মধ্যে আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড যুব দল। এর মধ্যে ১৮তম ওভারে ২ উইকেট তুলে নেন স্পিনার শামীম হোসেন। ২০ ওভারের মধ্যে টপ অর্ডার ভেঙে যাওয়ায় বিপর্যয়ে পড়ে স্বাগতিকেরা।
নিউজিল্যান্ডের যুবাদের কেউ ফিফটির দেখা পায়নি। সাতে নামা পোমারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রান। বাংলাদেশের পেসাররা এদিন অসাধারণ বোলিং করেন। ৩টি করে উইকেট তুলে নেন দুই পেসার শরিফুল ও মৃত্যুঞ্জয় চৌধুরী। ৪৪ রানে ৩ উইকেট নেয়া শরিফুল দলের সেরা পারফরমার। তবে পেসবান্ধব কন্ডিশনে স্পিনার শামীমও খারাপ করেননি। ২ উইকেট নেয়ার পাশাপাশি সবচেয়ে কম রান (১০ ওভারে ৪২) দিয়েছেন শামীম।

ব্যাটিংয়ে নেমে শুরুটা প্রায় নিউজিল্যান্ডের মতোই করেছিল যুবারা। তৃতীয় ওভারে রান আউট হন ওপেনার পারভেজ হাসান ইমন। এরপর নিয়মিত বিরতিতে আরও ৩ উইকেট পড়লেও কখনো জয়ের পথ হারায়নি বাংলাদেশের যুবারা। অপরাজিত ৬৫ রানের ইনিংসে এক প্রান্ত আগলে রেখে জয় নিশ্চিত করেন অধিনায়ক আকবর। ৬১ বলের এ ইনিংসে ছিল ১১টি চারের মার। পারভেজ ছাড়া বাকি চার ব্যাটসম্যান ভালো শুরু পেলেও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। বুধবার বার্ট সাটক্লিফ ওভালেই গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com