রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরের দক্ষিণ শাহপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ১ হাজার ফুট পাইপও জব্দ করা হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার উপজেলার দক্ষিণ শাহপুর এলাকা থেকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।
সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার বলেন, দক্ষিণ শাহপুর ম্যাটাডোর কোম্পানি এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। তাই অভিযান চালিয়ে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।