শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ আজাদ এর মাতা অলিমা বিবি (৭০) এর জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ দৌলতপুর লতিফিয়া ক্যাডেট মাদরাসা মাঠে জানাযার নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন হয়। এরআগে বুধবার সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক আজাদের মাতা অলিমা বিবি। তাৎক্ষণিক তাঁকে মৌলভীবাজার সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক মাত্র পুত্র সন্তান সাংবাদিক এম এ আহমদ আজাদ ও ১ কন্যা সন্তান এবং নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের পাশ্ববর্তী দক্ষিণ দৌলতপুর লতিফিয়া ক্যাডেট মাদরাসা মাঠে তাঁর অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.আর চৌধুরী সেলিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউর রহমান ঠাকুর, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্যানেল মেয়র এটি.এম সালাম, শাহ রিয়াজ নাদিম সুমন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংবাদিক এম এ বাছিত, মুরাদ আহমদ, উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, আশাহিদ আলী আশা, মোঃ আকিকুর রহমান সেলিম, মোঃ সেলিম তালুকদার, এম.মুজিবুর রহমান, মোঃ আলমগীর মিয়া, হাবিবুর রহমান চৌধুরী শামিম, এটি.এম জাকিরুল ইসলাম, এম.এ মুহিত, আলী হাছান লিটন, মতিউর রহমান মুন্না, মহিবুর রহমান চৌধুরী তছনু, বুলবুল আহমেদ, ছনি চৌধুরী, নাবিদ মিয়া, সুমন আলী খান, সফিকুল ইসলাম নাহিদ, ইউপি সদস্য আব্দুল মুকিত, যুবলীগ নেতা অনু আহমেদ প্রমুখ।
গণ্যমাধ্যমে প্রেরিত পৃথক শোকবার্তায় মরহুমার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ,সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া,সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী পৌর মেয়র ছাবির আহমদ চৌধুলী, সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরীসহ নবীগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অনেক নেতৃবৃন্দ।