বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচং ৬নং কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর পাড়ের সরকারি ভূমিতে অবৈধভাবে দোকানপাট গড়ে লীজ দিয়ে ভাড়া আদায় করছে উক্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ও শ্রমিক লীগের সাবেক আহবায়ক সায়েদ মিয়া ও তার সহযোগী ইউপি যুবলীগ সদস্য আবুবকর। প্রায় ৬ বছর যাবত তারা এই সরকারি ভূমি দখল করে ভাড়া দিয়ে অদ্যবধি পর্যন্ত ভাড়ার লাখ লাখ টাকা আত্মসাৎ করছে ওই দুই নেতা। এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলে এদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেনা। আর এটির ফলে সরকারও হারাচ্ছে তাদের রাজস্ব। এ নিয়ে কয়েকদিন পূর্বে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি স্থানীয় প্রশাসনের নজর আসলে গত শুক্রবার (১৮অক্টোবর) ৩নং ভূমি অফিসের তহশিলদার কুতুব উদ্দিনকে দিয়ে ওই ভূমিটি জরিপ করান উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার। জরিপের পর সরকারি ভূমিতে দোকানপাট নির্মাণের সত্যতা পান। পরে ওই জায়গায় ভূমি অফিসের পক্ষ থেকে লাল নিশান দিয়ে সীমানা নির্ধারণ করা হয়।
শনিবার (১৯অক্টোবর) সরকারি ভূমিতে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন বানিয়াচং উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান।
অভিযান পরিচালনার সময় মতিউর রহমান খান জানান, পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় সরকারি ভূমিতে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উচ্ছেদ অভিযানে সহায়তা করেন বানিয়াচং থানা পুলিশের একটি দল। উপস্থিত ছিলেন তহশিলদার কুতুব উদ্দিনসহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।