শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচংয়ে মাইক্রোবাসের বেপরোয়া চাপায় প্রাণ হারিয়েছে স্থানীয় এইম এম কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্র শাহরিয়ার তানভির (৭)।
বুধবার (৩০অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বানিয়াচং ২নং ইউনিয়নের গরীব হোসেন মহল্লায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তানভির ওই মহল্লার আতাউর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিন্ডারগার্টেন ছুটির পরে বাড়িতে যাওয়ার জন্য রওয়ান দেয় তানভির। পথিমধ্যে স্থানীয় ৫/৬নং বাজার থেকে হবিগঞ্জগামী একটি মাইক্রোবাস বেপরোয়া ভাবে তাকে চাপা দেয়। একপর্যায়ে শিশু তানভির মাইক্রোবাসের সামনের বাম্পারে লেগে সেখানেই আটকে থাকে। পরে চালক বুঝতে পেরে গাড়ি না থামিয়ে বাম্পারে লেগে থাকা তানভিরকে টেনে-ছিঁছড়ে প্রায় দুই থেকে আড়াইশ ফুট দুরে নিয়ে যায়। আরো কিছু দুরে যাওয়ার পর রাস্তার মধ্যেই সিটকে পড়ে তানভির। আশেপাশের মানুষ মাইক্রোবাসের চালককে গাড়ি থামানোর জন্য বললে সে আরো দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশু তানভিরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তানভিরকে মৃত বলে ঘোষণা করেন। শিশু তানভিরকে হারিয়ে পরিবারের লোকজন পাগলপ্রায়। তাদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।
বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় চালককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বৃহস্পতিবার (৩১অক্টোবর) ৫/৬নং বাজার প্রাঙ্গনে মানববন্ধনের আয়োজন করেছে এইচ এম হেলিম কিন্ডারগার্টেনের কর্তৃপক্ষ। সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।