রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বানিয়াচংয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নতুন বাজারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার ও খাদ্য দ্রব্যে মেয়াদউত্তীর্ণের তারিখ ব্যবহার না করায় হযরত শাহপরান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা, মূল্য তালিকা না রাখা, পেয়াজের অতিরিক্ত মূল্য নেয়া ও ইঁদুরে কাটা পণ্য বিক্রি করার অপরাধে বাজারের নাসির স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং অবৈধ ঔষুধ বিক্রি করার অপরাধে উজ্জ্বল ফামেসিকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বাজারে বিভিন্ন রেস্টুরেন্টে খাদ্য দ্রব্য উৎপাদন ও বিক্রির পরিবেশ এবং পেয়াজের ন্যায্য মূল্য তদারকি করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই গৌতমের নেতৃতে বানিয়াচং থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সঞ্জয় রায়।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com