সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দলিল লিখক আলহাজ্ব রমিজ আলী বাড়ি মাপতে গিয়ে দূর্ঘটনায় আহত হয়েছেন। তিনি শনিবার (০১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কচুয়াদি গ্রামের আব্দুল আলীর বাড়ি মাপতে গেলে ঘরের বারান্দার টিনের চালে লেগে বাম কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সাথে সাথে তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আহত রমিজ আলীর দ্রুত সুস্থ্যতা চেয়ে তার পরিবারের সদস্যরা মিরপুর ইউনিয়নসহ উপজেলাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।