শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : পেঁয়াজ নিয়ে কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির কারণ খুঁজতে আমদানি সংশ্লিষ্ট ১৪ প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন শুল্ক গোয়েন্দা ও অধিদফতর।
সোমবার (২৫ নভেম্বর) সকালে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।
তিনি বলেন, গত তিন মাসে ৩৩২ প্রতিষ্ঠান অন্তত ১৬৭ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানি করেছে। এ ব্যাপারে তথ্য-উপাত্ত নিয়ে কাজ করছি। প্রথম দফায় ৩০টি প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এর মধ্যে সোমবার (২৫ নভেম্বর) ১৪টি প্রতিষ্ঠানের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বাকি ২৬ প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সকাল সাড়ে ১০টায় কাকরাইলে এনবিআরের প্রধান কার্যালয়ে আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এদিন নবাবগঞ্জের মেসার্স টিএম এন্টারপ্রাইজ, একতা শস্যভাণ্ডার ও মেসার্স বিএইচ ট্রেডিং অ্যান্ড কোম্পানি, থানা রোডের মেসার্স দীপা এন্টারপ্রাইজ, চাঁপাইনবাবগঞ্জের মেসার্স আরএম এগ্রো, আলি রাইস মিল, মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ ও মেসার্স নূর এন্টারপ্রাইজ, নওগাঁর জগদীশ চন্দ্র রায়, রাজশাহীর মেসার্স ফুল মোহাম্মদ ট্রেডার্স, সাতক্ষীরার মেসার্স ফারাহ ইন্টারন্যাশনাল, বগুড়ার মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ, তালপট্টির হামিদ এন্টারপ্রাইজ ও হিলির খান টেডার্স কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদ চলছে।
পর্যায়ক্রমে বাকি সব প্রতিষ্ঠান মালিকদের জিজ্ঞাসাবাদ করা হবে।
জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছে- মেসার্স দীপা এন্টারপ্রাইজ, মেসার্স আরএম অ্যাগ্রো, মেসার্স নূর এন্টারপ্রাইজ, মেসার্স বিএইচ ট্রেডিং অ্যান্ড কোং, জগদিশ চন্দ্র রায়, মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, একতা শস্যভাণ্ডার, মেসার্স ফুল মোহাম্মদ ট্রেডার্স, মেসার্স ফারাহ ইন্টারন্যাশনাল, মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ, হামিদ এন্টারপ্রাইজ, আলি রাইস মিল, নাচোল, খান টেডার্স, এসএম কর্পোরেশন, মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ, মেসার্স রায়হান এন্টারপ্রাইজ, মেসার্স সোহা এন্টারপ্রাইজ, মেসার্স মরিয়াম এন্টারপ্রাইজ, শামিম এন্টারপ্রাইজ, মেসার্স খান ট্রেডার্স, মেসার্স এমআর ট্রেডার্স, ডিএ এন্টারপ্রাইজ, মেসার্স টাটা এন্টারপ্রাইজ, মেসার্স মা এন্টারপ্রাইজ, মেসার্স হুদা এন্টারপ্রাইজ, আরডি এন্টারপ্রাইজ, জনী এন্টারপ্রাইজ, মাহি অ্যান্ড ব্রাদার্স, মেসার্স মুক্তা এন্টারপ্রাইজ, মেসার্স রায়হান ট্রেডার্স, মেসার্স সাইফুল এন্টারপ্রাইজ, রিজু-রিতু এন্টারপ্রাইজ, মেসার্স জাবেদ অ্যান্ড ব্রাদার্স, মেসার্স আলম অ্যান্ড সন্স, নিউ বড়বাজার শপিং মল, মেসার্স রচনা ট্রেডার্স, এসএস ট্রেডিং ছোট হাজি মার্কেট, সুপ্তি এন্টারপ্রাইজ, মেসার্স ব্রাদার্স ট্রেড ইন্টারন্যাশনাল, আল মদিনা স্টোর, লামাবাজার, বি কে ট্রেডার্স, ধ্রুব ফারিয়া ট্রেডার্স, মেসার্স সালাহ ট্রেডার্স, মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ, সাদ ট্রেডার্স ও আলিফ এন্টারপ্রাইজ।