শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়ানের বিঞ্চুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় হুমায়ুন কবির(২৬),সাহেরা বেগম(৪৫), আলী আজম (৭০),আব্দুল কাদির (৩৫), রেশমা (১৯), আছমা (১৭) নাছিমাকে (৩০) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষে আহত ইমাম হুমায়ুন কবির জানান, একই গ্রামের জসিম ও আক্তার মিয়ার সঙ্গে তাদের একটি জায়গা নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে জসিমদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলম তদন্ত করছেন।

শনিবার সকালে জসিম ও তার লোকজন ওই জায়গা থেকে বাশ কাটতে গেলে হুমায়ুন কবিরের মা বাধা দেয়। এ সময় জসিম তার ভাই আক্তার মিয়াসহ তাদের লোকজন হুমায়ন কবিরের বাড়িতে উঠে তাদের উপর হামলা করে। তাদের হামলায় হুমায়ুন কবির তার মা সাহেরা বেগম, বাবা আলী আজম, বড় ভাই আব্দুল কাদির, বোন রেশমা ,আছমা, নাছিমা আহত হন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান, একটি জায়গা নিয়ে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। বিষয়টি অনেকবার সমাধান করার উদ্যোগ নিয়েছি কিন্তু উভয় পক্ষ এগিয়ে আসেনি। তবে সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com