সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের সূচনালগ্নে উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক-এর নেতৃত্বে উপজেলা প্রশাসন পুষ্পার্ঘ প্রদান করে। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পুষ্পার্ঘ প্রদান করা হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক ছাড়াও অংশগ্রহণ করেন বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) হিমেল রিছিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান ও বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন প্রমুখ।
এদিকে, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর-এর নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ শহীদবেদীতে পুষ্পার্ঘ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক ও বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী। এছাড়াও ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, ফয়সল আহমেদ চৌধুরী, নূরুল আমিন, মঈনুল ইসলাম, পংকজ কান্তি গোপ, এমএ মজিদ তালুকদার, ইসমাইল মাহমুদ ফিরোজ উপস্থিত ছিলেন।
নজরুল একাডেমী বাহুবল উপজেলা শাখার পক্ষ থেকেও শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নজরুল একাডেমীর সভাপতি আয়েশা হক ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূর-এর নেতৃত্ব দেন।
বাহুবল সদরস্থ ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান সৃজন জুনিয়র হাই স্কুলের পক্ষ থেকেও শহীদবেদীতে পুষ্পার্ঘ প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নূরসহ স্কুলের শিক্ষকগণ এতে নেতৃত্ব দেন।