শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত ১১৫জন ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর গরীব ও দুস্থঃদেরকে ৫হাজার টাকা করে মোট ৫লক্ষ ৭৫হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান, আলীনগড় ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল।
অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা।
এসময় সাংবাদিকসহ স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।