শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত ১১৫জন ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর গরীব ও দুস্থঃদেরকে ৫হাজার টাকা করে মোট ৫লক্ষ ৭৫হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান, আলীনগড় ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল।

অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা।

এসময় সাংবাদিকসহ স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com