বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় ৭৯০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন (৩৮) নামে এক ইয়াবা সম্রাটকে গ্রেপ্তার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বড়লেখা শহরের উত্তর চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার নিজাম উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের জফরপুর গ্রামের মৃত আফতাব আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বড়লেখা শহরের উত্তর চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে ৭৯০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেন।
অভিযানে অংশ নেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন রঞ্জন দাস।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিজাম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’