বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসামে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি প্রকল্পের আওতায় গভীর নলকূপ, পানির পাম্প, ট্যাংক হস্তান্তর ও ওয়ার্ল্ড ভিশনের ৩ হাজার ৪’শ রেজিস্টার্ড শিশুদের মাঝে মশারী বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকারের সঞ্চালনায় পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম এপিসি পিন্টু এলবার্ট পিরিছ, উত্তরদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, বাকই দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুল আউয়াল, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য শামীমা আক্তার, চট্টগ্রাম হাটহাজারী এপি ম্যানেজার ফ্রান্সেস মন্ডল, লাকসাম রেনেসাঁ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন তুহিন।
আর্সেনিকমুক্ত নিরাপদ পানি প্রকল্পের আওতায় উপজেলার কান্দিরপাড় ইউপির কান্দিরপাড় পূর্ব পাড়া, কান্দিরপাড় পশ্চিম পাড়া, ইরুয়াইন পূর্ব পাড়া, ইরুয়াইন পশ্চিম পাড়া, কামড্যা, কেমতলি, বাকই দক্ষিণ ইউপির উধইর, অশ্বদিয়া, মুদাফরগঞ্জ উত্তর ইউপির চিকোনিয়া, ধানকুইয়া, আজকরা ইউপির দামবাহার, পাওতলি, লোলাই, কালিয়াচৌঁ, উত্তরদা ইউপির চন্দনা গ্রামসহ উপজেলার ৫ টি ইউনিয়নে ১ হাজার ৫’শ ৪৯ টি পরিবারের মাঝে ১৫ টি গভীর নলকূপ হস্তান্তর করা হয়েছে।
অপর এক অনুষ্ঠানে লাকসাম পৌরসভা, বাকই, কান্দিরপাড় ও মুদাফরগঞ্জ ইউনিয়নের রেজিস্টার্ড শিশুদের মাঝে ৩ হাজার ৪’শ মশারী বিতরণ করা হয়।