শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩

তরফ নিউজ ডেস্ক : গরু চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে যশোরের অভয়নগরে অজ্ঞাতপরিচয় ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার ভোর সাড়ে চারটায় অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ায় রেলক্রসিংয়ের কাছে এমন ঘটনা ঘটে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ভোরে পিকআপ ভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন লোক ওই এলাকায় আসে। এক ব্যক্তির গোয়াল ঘরে হানা দেয়।

এসময় তারা যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে হানা দিলে খোরশেদ টের পেয়ে চিৎকার দেন। তারা চিৎকারে এলাকার লোকজন চোর ধরতে বাইরে বেরিয়ে আসে।

মসজিদ মাইক থেকেও চোর ধরতে ঘোষণা দেওয়া হয়। এলাকাবাসী ধাওয়া করে সন্দেহভাজন ৩ জনকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে দুই জন, আর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com