শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিবাহিত-অবিবাহিত ফুটবল ম্যাচ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলের শাহাপুর গ্রামে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিবাহিত-অবিবাহিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার শাহাপুর গ্রামের কুয়েত প্রবাসী তরুণ সমাজসেবক আবিদ আহমেদের পৃষ্টপোষকতায় শাহাপুর খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় অবিবাহিত দল বিবাহিত দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। গ্রামের বিবাহিত ও অবিবাহিতরা দুইভাগে ভাগ হয় উক্ত ম্যাচে অংশগ্রহণ করে। হাজারেও বেশি নারি-পুরুষ দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন। খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার ফজলুর রহমান ফজল।

খেলা শেষে অংশগ্রহণকারী দুই দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রশিদপুর বাজার কমিটির সভাপতি মনিরুজ্জামান ফারুক, কুয়েত প্রবাসী আবিদ আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, উপজেলা যুবলীগ নেতা ফজলুর রহমান ফজল, আব্দুল মন্নান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com