বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

রাস্তা নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ): বানিয়াচংয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরী করার ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা কাজ করা অভিযোগে তুলে কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

উপজেলা প্রকৌশল সুত্রে জানা যায়, আইআরআইডিপি-২ প্রকল্পের আওতায় বানিয়াচং ৫নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর চক বাজার পয়েন্ট হতে গড়ের ঢালা সড়কের ১৩৪০মিটার কাজ টেন্ডারের মাধ্যমে কাজ পায় বি-বাড়িয়ার মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার চুক্তিমূল্য ধরা হয়েছে ৭৪ লাখ ৪২ হাজার ১শ ৬৬ টাকা। হবিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান গত ২০১৮ সালের ৩০ অক্টোবর এই রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাগজে কলমে হাসান এন্টারপ্রাইজের নাম থাকলেও মুলত কাজ করাচ্ছেন বানিয়াচংয়ে উজ্জ্বল মিয়া নামে আরেক ঠিকাদার। সাব ঠিকাদার হিসেবে তিনি এই রাস্তার কাজ করাচ্ছেন। দীর্ঘ ১৫ মাস পর অবশেষে গত ১ সপ্তাহ পূর্বে ওই ঠিকাদার কাজ আরম্ভ করলেও শুরুতেই রাস্তার মধ্যে নিম্নমানের ইটের ছুঁড়কি ফেলে কাজ শুরু করেন। পাশাপাশি রাস্তার উভয়পাশে দুই নাম্বারি ইট দিয়ে এজিংয়ের কাজও কিছু কিছু জায়গায় করে ফেলে ঠিকাদার। এরই মধ্যে রাস্তার অধিকাংশ স্থানে মাটি ভরাট করানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে পুনরায় কাজ শুরু করলে এলাকাবাসী মিলে এসব নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ না করতে নিষেধ করেন কাজের সাথে জড়িত শ্রমিকদের। একপর্যায়ে এলাকাবাসীর তোপের মুখে পরে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ঠিকাদারের লোকজন। এলাকাবাসী মাসুদ মিয়া (মেম্বার), হুসমত আলী ও আলাল মিয়া অভিযোগ করে জানান, বৃহস্পতিবার (১৬জানুয়ারি) সকালে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ শুরু করার খবর পাওয়ার পর আমরা এলাকাবাসীদের সাথে নিয়ে কাজ বন্ধ রাখার অনুরোধ করি। পরে কাজ বন্ধ করে নির্মাণ শ্রমিকরা চলে যায়। দৌলতপুর গ্রামে বাসিন্দা মশিউর রহমান বলেন- নরম ইট দিয়ে শুরুতেই কাজ করে ঠিকাদারের লোকজন। তাছাড়া রাস্তার নিচে বা উপরে বালুর পরিবর্তে রাস্তার দুই পাশ থেকে মাটি কেটে তা ছিটিয়ে দিয়েছে তারা। আমাদের শ্রম-ঘামের ও ট্যাক্সের টাকায় রাস্তার কাজ হচ্ছে, অতএব নিম্নমানের কাজ করে ঠিকাদার পার পাবেনা। আর সরকার তো কাজের জন্য বরাদ্দ দিতে কম দেয়নি তাহলে দুই নাম্বারি কাজ কেন।

এ ব্যাপারে সাব ঠিকাদার উজ্জ্বল মিয়া জানান-রাস্তার মধ্যে কিছু গর্ত থাকার ফলে এসব জায়গায় নরম ইটের খোয়া দেয়া হয়েছে। ভালো ইটের খোয়া উপরে দেয়া হবে। রাস্তার পাশের এজিং আটকানের জন্য এসব দেয়া হচ্ছে। তবে কাজতো চলমান ই আছে বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে বি-বাড়িয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী খাইরুল হাসানের মুঠোফোনে বারবার রিং দিলেও তিনি তা ধরেননি।

উপজেলা প্রকৌশলী আল-নূর তারেক জানিয়েছেন-কাজ বন্ধ রয়েছে সেটা আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com