বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

বাতায়ন’-এর মেধা মূল্যায়ণ পরীক্ষার পুরস্কার বিতরণ

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ ও মূল্যায়নের লক্ষ্যে গঠিত ‘বাতায়ন’-এর মেধা মূল্যায়ণ পরীক্ষা ২০১৮ ও ২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে ৷

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়াম মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

অনুষ্ঠানে সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও বাতায়নের সভাপতি ডা. হরিপদ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আজিজুর রহমান।

অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ সাইয়্যিদ মুজিবুর রহমান, লোকেশ রঞ্জন দেব।

এসময় বক্তব্য রাখেন সিলেট জেলার প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন,
মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ‘বাতায়ন’-এর সাধারণ সম্পাদক অবিনাস আচার্য্য, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ, দেবব্রত দত্ত হাবুল, প্রধান শিক্ষক কাজী আসমা, সহকারি শিক্ষক রহিমা বেগম প্রমুখ ৷

অনুষ্টানে বাতায়নের থিম সং পরিবেশন করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুধেন্দু ভট্টাচার্য্য, এছাড়া গান পরিবেশন করেন শেলী সুত্রধর।

এ সময় ২০১৮ ও ২০১৯ সালে অনুষ্টিত মেধার উৎকর্ষ ও মূল্যায়নের পরীক্ষায় ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অংশ নেয়া মোট ১৩০০ জন শিক্ষার্থীর মধ্যে ৬২ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com