বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

কৃষকলীগ নেতার দখলে থাকা ১৪একর ভূমি অবশেষে সরকারের কব্জায়

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) :  বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবীর রেজার দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারের ১৪ একর খাস ভূমি অবশেষে সরকারের আওতায় নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (২১জানুয়ারি) বেলা সাড়ে এগারটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা উপস্থিত থেকে দখলকৃত ভূমিসহ ৫টি দাগের মোট ১৮.৪৩ একর জায়গা লাল নিশান দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়েছেন। সরকারি ভূমিতে অবৈধভাবে গড়ে উঠা কৃষকলীগ নেতার বিভিন্ন স্থাপনা পরবর্তীতে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

পাশাপাশি এই ভূমি এখন থেকে পুরোপুরি সরকারের আওতায় চলে এসেছে এবং সকল ধরণের কার্যক্রম বন্ধেরও নির্দেশনা দিয়েছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। লাল নিশান দিয়ে সীমানা নির্ধারণের সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান,সার্ভেয়ার আমিনুল ইসলামসহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের অন্তর্গত সুলতানপুর মৌজার এস,এ,জে,এল নং-২০০, আর,এস,জে,এল নং-২০৫, খতিয়ান নং-১ এর দাগ নং ৯১, ৯৩ ও ১৩৩ এর মোট ১৪ একর ৪৫ শতক ভূমি বিগত ১৯৮৮ সনে এলাকার ভূমিহীনদের নামে লীজ প্রদান করে উপজেলা ভূমি অফিস। কিন্তু লীজ দেয়ার পর উপরোক্ত ভূমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করে পতিত ই ফেলে রাখে ভূমিহীনরা। পরে ২০১০ সালে এলাকাবাসী ও ভূমিহীনদের মধ্যে এই ভূমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে শফিক মেম্বার নামে এক এলাকাবাসী নিহত হয়। ঘটনায় আসামি করা হয় উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর রেজাকে ও। হত্যার ঘটনার বিষয়টি পরবর্তীতে সমাধান হলে এলাকার নিরীহ ভূমিহীনদের নানা প্রলোভন, ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে পুরো ভূমিসহ কাগজপত্র নিয়ে নেন হুমায়ুন কবীর রেজা।

প্রসঙ্গত, সরকারি খাস ভূমি দখল প্রসঙ্গে গত ২৫ নভেম্বর মক্রমপুর ইউনিয়নের কচুয়ারআব্দা গ্রামের এলাকাবাসীর পক্ষে জ্যোতিময় দাস নামে এক ব্যক্তি মাননীয় ভূমি মন্ত্রীর বরাবরে জেলা কৃষকলীগের সভাপতি ও মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর রেজার বিরুদ্ধ একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে রেকর্ডপত্রাদি আলোকে বিধি মোতাবেক প্রয়োজনীয় গ্রহন করতে গত ৩ ডিসেম্বর ডেপুটি কালেক্টর রেভিনিউ (হবিগঞ্জ) ইয়াছিন আরাফাত রানা উপজেলা নির্বাহী অফিসার বরাবারে পত্রাদি প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সীমানা নির্ধারনে লাল নিশান টাঙ্গিয়ে সরকারের কব্জায় নিয়ে আসে উপজেলা প্রশাসন।

এটা নিয়ে গত শুক্রবার (৩ জানুয়ারি) বিভিন্ন সংবাদ মাধ্যমে “জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবীর রেজার কবল থেকে ১৪একর সরকারি ভূমি উদ্ধার” শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশ হওয়ার পর পুরো জেলা জুড়ে রসালো আলোচনার সৃষ্টি হতে থাকে। হুমায়ুন কবীর রেজা নিজেকে রক্ষা করতে দৌড়ঝাঁপ শুরু করতে থাকেন বিভিন্ন জায়গায়। তুমূল ঝঁড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও। সংবাদ প্রকাশের পরের দিন জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদের প্রতিবাদ জানান। পরে প্রতিবাদের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে পাল্টা বক্তব্য প্রদান করেন নির্র্বাহী অফিসার মামুন খন্দকার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার জানান, তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রমানিত হয়েছে সেটা ছিল সরকারি খাস খতিয়ানের জায়গা। সরকারি কোনো ভূমিতে ব্যক্তিগতভাবে কেউ কোন ধরণের স্থাপনা নির্মাণ করতে পারেনা। উদ্ধারকৃত ভূমি এখন থেকে পুরোটাই সরকারি আওতায় চলে এসেছে। তবে কবে নাগাদ এই ভূমিতে গড়ে উঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে সেই বিষয়টি পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের সাখে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে।

সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জানান, এই খাস ভূমিতে আশ্রয়ন প্রকল্প বা গুচ্ছ গ্রাম তৈরি করার জন্য খুব তাড়াতাড়ি ই উপর মহলে প্রস্তাবনা পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com