শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের রক্ষায় পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ আইসিজের

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইনে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)।

গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) সেই সিদ্ধান্ত দিচ্ছে।

বৃহস্পতিবার জাতিসংঘের এই সর্বোচ্চ আদালতের প্রেসিডেন্ট বিচারপতি আবদুলকাভি আহমেদ ইউসুফ আদালতের এই রায় ঘোষণা দিয়েছেন।

আদালত বলেছে, গাম্বিয়ার মামলার বিচারিক এখতিয়ার আদালতের রয়েছে। মামলায় অসহযোগিতা করেছে মিয়ানমার। রোহিঙ্গাদের বিরুদ্ধে যেসব অপরাধ করা হয়েছে মিয়ানমারকে অবশ্যই সেসব প্রমাণ সংরক্ষণ করতে হবে এবং রোহিঙ্গাদের সুরক্ষায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা চার মাসের মধ্যে আদালতকে জানাতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com