রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এবারের পরীক্ষায় উপজেলার ৫৭টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের মোট ৬২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। খুরশেদা হেকিম শিক্ষা ফাউন্ডেশন-এর উদ্যোগ পরীক্ষায় ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়।
এবার তৃতীয় শ্রেণির ২০৭, চতুর্থ শ্রেণির ২১০ ও পঞ্চম শ্রেণির ২০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতি শ্রেণি থেকে ৭ জন করে মোট ২১ জনকে ট্যালেন্টপুল এবং প্রতি ইউনিয়ন থেকে ৪ জন করে মোট ২৮ জনকে সাধারণ ডেগ্রে বৃত্তি প্রদান করা হবে বলে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. শামছুদ্দিন জানিয়েছেন।

মিরপুর সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা পরিদর্শন করেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী সামছুল হক, আলিফ-সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক আইয়ূব আলী ও প্রভাষক আব্দুল হাই ভূইয়া, বেসিক ব্যাংক কর্মকর্তা কাউসার আহমেদ তালুকদার, সিনিয়র সাংবাদিক এম সাজিদুর রহমান, সাংবাদিক নূরুল ইসলাম মনি, সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম, সাংবাদিক আজিজুল হক সানু, সাংবাদিক রাজু সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক রণধীর চক্রবর্তী, সৃজন জুনিয়র হাই স্কুলের পরিচালক ইমরুল কবির, বাহুবল কলেজের প্রভাষক মাহমুদ আলম, নিধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীনন্দন দাস, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন আখঞ্জী, উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটর আব্দুর রউফ, প্রাথমিক সহকারী শিক্ষিকা মারিয়া আক্তার, প্রতিকনা দে, নিউ ভিশন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বকুল রানী কর। এ সময় উপস্থিত ছিলেন খুরশেদা হেকিম শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সানশাইন মডেল হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এম. শামছুদ্দিন, সানশাইন মডেল হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, খুরশেদা হেকিম শিক্ষাবৃত্তি আয়োজক কমিটির সদস্য সচিব আতাউর রহমান উজ্জ্বল, পরীক্ষা নিয়ন্ত্রক এহতেসামুল হক সোহাগ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হক প্রমুখ।