বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

লক্ষ্য ঠিক রেখে চেষ্টা করে গেলে সফলতা আসবেই- এএসপি পারভেজ আলম

নিজস্ব প্রতিবেদক, বাহুবল (হবিগঞ্জ) : লক্ষ্য ঠিক রেখে চেষ্টা করে গেলে সফলতা একদিন ধরা দিবেই। লক্ষ্যের প্রতি অবিচল থাকা মানুষগুলো কোনদিন ব্যর্থ হয়নি, হবেও না। মানুষ তার স্বপ্নের সমান বড় হয়। কেউ আবার তার স্বপ্নকেও ছাড়িয়ে যায়।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বাহুবলের মিরপুরে অবস্থিত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল হাই স্কুল আয়োজিত এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, লেখাপড়া করে শুধু সার্টিফিকেট অর্জন করলেই চলবে না, তোমাদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি বিশ্বাস রাখি তোমাদের ছোঁয়ায় একদিন এ দেশটি সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। তিনি ক্লাসরুমের দেয়ালে ট্রেইনের ছবি অংকন দেখে প্রতিষ্ঠানের প্রশংসা করে বলেন সানশাইনের শিক্ষার্থীরা সঠিকভাবে শিক্ষাজীবন শেষ করতে পারলে নির্দিষ্ট ষ্টেশন খোঁজে পাবেই।

তিনি সানশাইন স্কুলের প্রশংসা করে বলেন, বিগত সময়ে উপজেলা পর্যায়ে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশসহ সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে। প্রতিষ্ঠানটি ভালো লেখাপড়ার পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করছে। পাঠ্য বইয়ের পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন ধরণের বই পড়ার জন্য তিনি শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন।

বিদায়ী শিক্ষর্থীরা

সানশাইন মডেল হাই স্কুলের অধ্যক্ষ রণধীর চক্রবর্তী’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আতাউর রহমান উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাইশাইন স্কুলের পৃষ্টপোষক আকদ্দছ মিয়া বাবুল, ব্যবস্থাপনা পরিচালক এম. শামছুদ্দিন, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি নিজামুল হক, কবি ও সাহিত্যিক রুকসানা জেসমিন, রেনেসা ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের মোঃ শাহিন, মীর জমিলুন্নবী ফয়সল, মাস্টার আব্দুল হক, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com