শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার হাফিজপুর ও দ্বিমুড়া এলাকায় তিন স্পটে নিয়মিত বসছে জুয়ার আসর। জুয়াড়িরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে স্থান পরির্বতন করে চালিয়ে যাচ্ছে ওয়ান- টেন খেলা। প্রতিদিন সুযোগ বুঝে জুয়াড়িরা হাফিজপুর ঈদগাহের পাশে পরিত্যক্ত ইটভাটায়, দ্বিমুড়া ও সুঘর গ্রামের মধ্যবর্তি খোলা মাঠে এবং পালপাড়া গ্রামে গাছতলায় বসাচ্ছে জুয়ার আস্তানা।
স্থানীয় সুত্রে জানা গেছে এ তিনটি জুয়ার আস্তানার নিয়ন্ত্রণে রয়েছে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য দ্বিমুড়া গ্রামের জমির আলী, বশিনার রুমান ও দৌলতপুর গ্রামের ফারুক সহ পেশাদার জুয়াড়িরা। তবে ডাকাত ফারুক গ্রামবাসীর চাপের মুখে কয়েক বছর ধরে সদর উপজেলার সুঘর গ্রামে তেলিখাল ব্রিজের কাছে ঘর তৈরি করে বসবাস করছে বলে জানা গেছে।
উল্লেখিত ডাকাতরা জুয়ার আসরের পাশাপাশি চুরি ছিনতাইও চালিয়ে যাচ্ছে। এতে এলাকায় বাড়ছে চুরি ছিনতাই সহ অপরাধ প্রবণতা। জুয়ার আসরে বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা অংশ গ্রহন করে। এখানে প্রতিদিন ২০/২৫ লাখ টাকার খেলা হয় বলে জানায় কতিপয় জুয়াড়ি।
কয়েকদিন আগে জুয়ার আসরে ছুরিকাঘাতে এক জুয়াড়ী গুরুতর আহত হলে থানা পুলিশ দ্বিমুড়ার আসরে হানা দেয়। কিন্তু পুলিশ আটক করতে পারেনি কোন জুয়াড়িকে। এরপরও জুয়ারীরা স্থান পরির্বতন করে কৌশলে চালিয়ে যাচ্ছে জুয়ার আসর।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ওই এলাকায় জুয়ার আসর বসে এরকম সংবাদ আমাদের কাছে নাই। যদি সংবাদ পাই সাথে সাথে পুলিশ একশনে যাবে, মাদক-জুয়ার সাথে পুলিশের কোন আপোষ নাই।