মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে পূবালী ব্যাংক লিমিটেডের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২০।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) ব্র্যাক লার্লিং সেন্টারে দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা সম্পাদক শফিউল আলম খান চৌধরী।
ব্যাংকের মৌলভীবাজার অঞ্চল প্রধান মো. আরিফুর রহমান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (অডিট ডিভিশন) শাহনেয়াজ চৌধুরী, সিলেট পিন্সিপাল অফিস মহাব্যবস্থাপক এরশাদুল হক।
পূবালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাশ বলেন, সম্মেলনে পূবালী ব্যাংকের ৩৭ টি শাখার ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে আগামী দিনে ব্যাংকের বিভিন্ন পরিকল্পনা নিয়ে ব্যবসায়িক আলোচনা করা হয়েছে।