রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের মধ্যাঞ্চলের দাইকুন্ডি প্রদেশে বেশ কয়েকটি তুষারধসের ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। তুষারধসে ৫০টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ তামিম আজিমি জানান, এ দুর্ঘটনায় ১০ জন আহত হওয়ার পাশাপাশি সাতজন নিখোঁজ রয়েছেন।
নিহত ২১ জনের সবাই দুটি পরিবারের সদস্য জানিয়ে আজিমি আরও বলেন, তুষারধসে কমপক্ষে ৫০টি ঘর ধ্বংস হয়ে গেছে।
তিনি জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। ঠান্ডা আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ওই এলাকার বেশির ভাগ মহাসড়ক ভারী তুষারপাত ও তুষারধসের ভয়ের কারণে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে।
আফগানিস্তানের শীতের মৌসুম কঠোর হয়। দেখা দেয় ভারী তুষারপাত, তুষারধস ও আকস্মিক বন্যা। গত দুই মাসে দেশটিতে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। সেই সঙ্গে অনেকে আহত হয়েছেন। আর শীত শুরু হওয়ার পর থেকে আকস্মিক বন্যায় ২ হাজার ৪০০ বাড়ি ভেসে গেছে।