শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : শনিবার হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরস্থ স্বনামধন্য আদর্শ বিদ্যাপিট সানশাইন মডেল হাই স্কুল পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ রুহুল্লাহ।
তিনি বিদ্যালয়ের প্রাথমিক পর্যায় ও হাই স্কুলের প্রায় সকল শ্রেণিই খুব আগ্রহের সাথে পরিদর্শন করেন। শিক্ষার্থীদের সাথে পাঠ্যবইসহ বিভিন্ন সহপাঠ্য বিষয়ে আলোচনা করেন। প্রতিটা শ্রেণিতেই তিনি নৈতিক মূল্যবোধ ও ছাত্রজীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে শিক্ষার্থীদের প্রতি উপদেশমূলক বক্তব্য রাখেন।
এছাড়াও অফিসিয়াল ডকুমেন্টসহ সানশাইন ক্যাম্পাসের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, বিজ্ঞান ল্যাব, স্থায়ী ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস, কম্পিউটার ল্যাব, দেয়ালিকা পরিদর্শন করে তিনি প্রশংসা সহকারে সন্তুষ্টি প্রকাশ করেন।
বিদ্যালয়ের শ্রেণি পরিদর্শন সময়ে শিক্ষক-শিক্ষিকাদের উপস্হিতি, শিক্ষার্থীদের যথোপযুক্ত প্রতিউত্তর এবং জেলা শিক্ষা কর্মকর্তার আগমনে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের দু ভাষী বক্তব্যে তিনি অসম্ভব ভাললাগা প্রকাশ করে প্রশংসার সাথে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
দিকনির্দেশনাগুলো ছিল…
১। বিদ্যালয় প্রাঙ্গন পরিস্কার রাখতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা।
২। নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্হা করা।
৩। বিদ্যালয় প্রাঙ্গনে ফুলের বাগান তৈরী করা, নৈতিক শিক্ষার চর্চা করা।
৪। পড়াশুনার মান উন্নয়নে মিড ডে মিলের ব্যবস্থা করা।
প্রথমবারের মত জেলা শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শনে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথি হিসেবে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।
সানশাইন মডেল হাই স্কুলের ধারাবাহিক সর্বোচ্চ ফলাফল, কো-কারিকুলাম কার্যক্রমের সার্বিক সাফল্য এবং বিদ্যালয়ের সাজসজ্জার প্রতি আকর্ষিত হয়ে তিনি সানশাইন স্কুলকে উপজেলার সেরা স্কুল হিসেবে প্রশংসা করে বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের পাঠদান অনুমতিপ্রাপ্ত সানশাইন স্কুলের পক্ষ থেকে জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ রুহুল্লাহ’র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।