শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মানবজমিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

এম সাজিদুর রহমান, হবিগঞ্জ : গ্রেপ্তার হওয়া যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সরকার দলীয় এমপি সাইফুজ্জামান শিখরের করা মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হবিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সাংবাদিকমহলের ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশীর লোকজন উপস্থিত ছিলেন ।

অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রতিবাদ সমাবেশে ব্যক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, উদীচি শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি কমরেড পিযুষ চক্রবর্তী, তৈল, গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমদ, ক্রিড়া সংগঠক হুমায়ুন খান, হবিগঞ্জ বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খা প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন. হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, সিনিয়র সাংবাদিক মিলন রশীদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশেদ আহমদ খান, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সহ-সভাপতি অপু চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালীম, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি নুরুজ্জামান শওকত, নিউজ টুয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপসহ জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।

এ দিকে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দ্রুত মামলা প্রত্যাহারের দাবিতে চলছে প্রতিবাদ সমাবেশ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com