বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

বাহুবলে জন্মশতবর্ষে জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্তরের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাহুবলের সর্বস্তরের লোকজন তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭ টা্য় উপজেলার আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

জাতীয় সংগীতের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান শুরু হলে প্রথমে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

পরে একে একে বাহুবল মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রশিদপুর গ্যাস ফিল্ড, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে প্রভাষক আফতাব উদ্দিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, আব্দুল কদ্দুছ, সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ফারুকুর রশীদ ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলাল প্রমুখ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com