বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ৬, আহত ১০

তরফ নিউজ ডেস্ক : জেলার সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের কান্দিলায় আজ একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আজ শনিবার ভোরে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চর বাধাই গ্রামের সমতুল্লার ছেলে জুলহাস আলী (৫০) ও বগুড়া জেলার দুপচাচিয়া এলাকার মৃত কাদেরের ছেলে আলেক (৪৫)। নিহত অপর ৪ জনের পরিচয় জানা যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার কাওরান বাজার হতে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-১১৭১) বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।

এ ঘটনায় সিমেন্টের বস্তার নীচে ১৬ জন লোক আটকা পড়ে। তাদেরকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার ৫ জনকে মৃত ঘোষনা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। এই ঘটনায় একজন নারীসহ অপর ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, হতাহতরা সবাই নি¤œ আয়ের মানুষ। করোনা আতঙ্কে গণপরিবহন না থাকায় তারা ট্রাকের করে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com