রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন তার স্বজনরা।
শুক্রবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।
কারা সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চটি সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। জল্লাদ শাহজাহানের নেতৃত্বে আবুল, তরিকুল, সোহেল সহ ১০ জনের জল্লাদের একটি দল তৈরি করেছে ঢাকা জেল কর্তৃপক্ষ। জল্লাদের দল এরই মধ্যে কারাগারে ফাঁসির ট্রায়াল সম্পন্ন করেছে।
যেকোনো সময় কার্যকর হতে পারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃত্যুদণ্ড। শনিবার অথবা রোববার ফাঁসি কার্যকরের সম্ভাবনা বেশি বলেও জানায় সূত্রটি। যে কারণে মাজেদের পরিবারকে তার সাথে শেষ সাক্ষাৎ করার সুযোগটি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৬ এপ্রিল মধ্যরাতে রিকশায় ঘোরাঘুরির সময় তাকে মিরপুর থেকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সিটিটিসি। এরপর মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।