শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে হামলা-সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিনিধি: বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে হামলা ও বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) বিকেল ৫টা এ ঘটনাটি ঘটেছে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামে। হামলার ঘটনায় মহিলা ও শিশুসহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। আহতদের বাহুবল, চুনারুঘাট ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও আহত সূত্রে জানা যায়, উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল মন্নাফ-এর পুত্র শাহীন মিয়া (৩০) নিকটবর্তী দারাগাঁও চা বাগানে বাগালের চাকুরি করেন। গত কয় দিন আগে ওই বাগানের কিছু নেট তারের বেড়া কে বা কারা কেটে নিয়ে যায়। এ পরিস্থিতিতে বাগান কর্তৃপক্ষ বাগাল শাহীন মিয়াকে চোরাই নেট তারের সন্ধান বের করার জন্য চাপ দেয়া হয়। খোজাখুজি করতে গিয়ে তিনি জানতে পারেন, বড়গাঁও গ্রামের আব্দুল লতিবের পুত্র ফারুক চৌধুরী ওই ঘটনার সাথে জড়িত। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে ফারুক চৌধুরী বাগাল শাহীন মিয়ার উপর ক্ষিপ্ত হন এবং হুমকী প্রদান করেন।

এ প্রেক্ষিতে শাহীন মিয়া রোববার বাহুবল মডেল থানায় নিজের নিরাপত্তা চেয়ে জিডি এন্ট্রি করেন। ওইদিন বিকেল ৫টার দিকে উল্লেখিত ফারুক চৌধুরীর চাচাত ভাই তাজুল ইসলাম চৌধুরী গং ব্যক্তিরা বাগাল শাহীন মিয়ার উপর হামলা চালায়। এ ঘটনায় কয়েক দফা হামলা সংঘর্ষে শাহীন মিয়া (৩০), আব্দুল লতিফ ওরপে মুমিন (৪০), নিলুফা (২৫), পড়িনা খাতুন (৩০), রহিম (২০), হাফেজ আব্দুল হেকিম (২০), মুমিনা (৩০), আইনুদ্দিন (৬) ও আব্দুল আহাদ (৩৫) আহত সহ ১৫ জন আগত হন।

আহতদের বাহুবল, চুনারুঘাট ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা সংঘর্ষের ঘটনা চলাকালে আব্দুর রহিমের বাড়িঘরে ভাংচুর চালিয়ে ব্যাপাক ক্ষতি সাধন করা হয় বলে আহতরা দাবী করেছেন। ঘটনার খবর পেয়ে কামাইছড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com