মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কুমিল্লার লাকসামে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য ও দেশের শীর্ষস্থানীয় আইটি ব্যবসায়ী দেলোয়ার হোসেন ফারুক। উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে হাসি ফুটিয়েছেন তিন হাজারের বেশি পরিবারের মুখে।
বুধবার (২৯ এপ্রিল) লাকসামের বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ফারুকের পক্ষে দিনভর এসব উপহার সামগ্রী বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক দেলোয়ার হোসেন ফারুক রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেডের চেয়ারম্যান এবং বেসিস স্ট্যান্ডিং কমিটি অন মেম্বারস্ ওয়েলফেয়ার এন্ড মেম্বারস্ সার্ভিসেসেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেলোয়ার হোসেন ফারুক বলেন, আমি লাকসামের সন্তান। দেশের এই ক্রান্তিকালে সারাদেশের মতো আমার প্রিয় লাকসামেও অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। পাশাপাশি অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজন আছে যারা অনেক কষ্টে দিন কাটালেও লজ্জায় কারো কাছে হাত পাততে পারেন না। তাই আমি চেষ্টা করছি এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে।
দেলোয়ার হোসেন ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও নির্দেশ দিয়েছেন এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অসহায়দের সহযোগিতা করার জন্য। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবেও নেত্রীর নির্দেশ পালন করার চেষ্টা করছি। আশা করছি বৈশ্বিক মহামারী করোনাকালে সাধারণ মানুষের পাশে সব সময় থাকবো।
উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ ও কুমিল্লা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন স্থানে উন্নত মানের পিপিই, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও গ্লাভস বিতরণ করেছিলেন আওয়ামী লীগ নেতা ফারুক। কুমিল্লা জেলার সাংবাদিকবৃন্দ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝেও করোনা সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছিলেন তিনি।