রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

হবিগঞ্জে আরও এক ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নতুন করে আরও এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান।

তিনি জানান- সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে দুজনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত দুজনই পুরুষ ও হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তাদের বয়স ২৯ থেকে ৫৬ এর মধ্যে। এ নিয়ে হবিগঞ্জে স্বাস্থ্য বিভাগের ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে আক্রান্ত ওই চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। তবে হাসপাতালটি আগেই লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্ত স্বাস্থ্যকর্মী এনজিও সংস্থা ‘হিড বাংলাদেশ’-এ কর্মরত ছিলেন বলে জানা গেছে।

গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসা এক ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ আসে। তিনিই হবিগঞ্জের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন।

এর আগে গত ২০ এপ্রিল এক চিকিৎসক ও এক নার্সসহ ১০ জন, ২১ এপ্রিল একজন নার্সসহ দুইজন, ২২ এপ্রিল পাঁচজন, ২৩ এপ্রিল স্বাস্থ্যকর্মীসহ তিনজন, ২৪ এপ্রিল চিকিৎসকসহ পাঁচজন এবং ২৫ এপ্রিল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও তিন ম্যাজিস্ট্রেটসহ আরও ২২ জনের করোনা পজিটিভ, ২৬ এপ্রিল আরও একজন, এরপর ২৮ এপ্রিল আরও চারজনের করোনা পজিটিভ আসে।

সবশেষ বৃহস্পতিবার দুজনের করোনা পজিটিভ মিলিয়ে হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪ জন। এরমধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com