শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশত্রুমে করোনার পার্দুভাবে রাণীনগর উপজেলার কর্মহীন, দোস্ত, অসহায়, হত-দরিদ্র আনছার ও ভিডিবির সদস্য ও সদস্যাদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার কুজাইল বালিকা বিদ্যালয়, রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসায় ও কালিগ্রাম ইউনিয়ন কার্য্যলয়ে মোট তিনটি স্থানে তিনশত আনছার ভিডিবির সদস্য ও সদস্যাদের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয় ।ত্রান সামগ্রীতে ছিল চাল,ডাল,তৈল,পিঁয়াজ, আলু ,সাবান ও একটি ম্যাস্ক ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আনছার ভিডিবি অফিসার মোঃ রুস্তম আলি, উপজেলা প্রশিক্ষিকা আফরোজা খাতুন, উপজেলা প্রশিক্ষক জীবন মাহমুদ সহ সকল ইউনিয়ন কমান্ডার প্রমূখ।