বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব রাসুলপুর গ্রামে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২জন গুরুতর আহত ও দোকানের মালামাল লুট হয়েছে বলে অভিযোগ উঠেছো।
বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, পূর্ব রাসুলপুর গ্রামের মতলিব উল্লার একটি জমির সীমানার ভেতরেই একই গ্রামের মৃত মফিজ উল্লার পুত্র উস্তার মিয়া জোর পূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে।
এ নিয়ে উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশের মাধ্যমে নিষ্পত্তি করেন। কিন্তু উস্তার মিয়া প্রভাবশালী হওয়ার কারণে সামাজিক বিচার আচারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আবারো জমির সিমানা অতিক্রম করে দখলের চেষ্ঠা চালায়।
বৃহস্পতিবার সন্ধায় উস্তার মিয়া তার লোকজন নিয়ে মতলিব উল্লাহর সীমানার ভেতরে ঢুকে দখলের মহড়া দায়। এতে মতলিব উল্লাহর লোকজন বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে।। এসময় উস্তার মিয়ার লোকজন ফুল মিয়া, ছাদিক, ছুরুক ও মমিন আলী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মতলিব উল্লার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মতলিব উল্লার পুত্র সবুজ মিয়া (২৫) ও ফুল বানু (৪৫) নামে এক মহিলাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়।
হামলায় আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।