রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নদী থেকে এক বৃদ্ধের ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার জলসুখা ইউনিয়নের নয়াহাঠি গ্রাম সংলগ্ন কুশিয়ারা শাখার কোদালিয়া নদী থেকে খালি গায়ে গামছা পরিহিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, উক্ত মরদেহ শনাক্ত নিয়ে এলাকায় ধ্রুমজাল সৃষ্টি হয়েছে। এলাকার একাংশের দাবি জলসুখা ইউনিয়নের শাধবপাশা পূবের হাঠি গ্রামের শাসলং মিয়া (৫০) নামে ব্যক্তির। তিনি গত মঙ্গলবার নদীতে মাছ ধরার জন্য গেলে তিনি আর ফিরে আসেননি। তার পরিবারের কোন সদস্য (স্ত্রী, সন্তান) না থাকায় তার কোন খোঁজ নেয়নি কেউ বলেও জানান।
স্থানীয় লোকজন শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারের নেতৃত্বে একদল পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে থানায় নিয়ে আসে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইণচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাসেল মিয়া নামে এক ব্যক্তি তার চাচা শাসলং মিয়া বলে দাবি করলেও পরবর্তিতে তার চাচা না বলে জানান। কাল শনিবার সকালে শাসলং মিয়ার ভাই থানায় এসে শনাক্ত করবে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই।