বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯২ জনে।

এর মধ্যে চুনারুঘাটের উপজেলার চণ্ডিছড়া চা বাগানের এক শিশু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১জন।

শনিবার (৯ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) থেকে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।

তিনি বলেন, শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটেরই ২ জন এবং ২ জনই পুরুষ। এ নিয়ে জেলায় মোট সনাক্ত ৯২ জন আর মারা গেছেন একজন এবং সুস্থ হয়েছেন ১ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com