রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

লাকসামে করোনায় আক্রান্ত দুইজন সুস্থ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: দেশে করোনার ৬৪ দিনে কুমিল্লার লাকসামে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের রিপোর্ট এসেছে। এতে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

এ পর্যন্ত মোট ২৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ২০২ জনের রিপোর্ট পাওয়া গেছে। আরও ৩৭ জনের রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে। এ পর্যন্ত ১৩ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১৮৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

আক্রান্ত ১৩ জনের মধ্যে আজ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর (দোখাইয়া) গ্রামের প্রথম করোনা শনাক্ত রোগী এবং পৌরসভার উত্তর লাকসাম বেলতলি এলাকার একটি মসজিদের অস্থায়ী মুয়াজ্জিন দ্বিতীয় করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে লাকসামে মোট দুইজন সুস্থ হয়েছেন।

রোববার আরও ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

এদিকে স্বাস্থ্য বিধি মেনে চলে সবাইকে আবারও ঘরে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল আলী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com