মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: বৈশ্বিক মহামাারী করোনায় বিপর্যস্ত লাকসামে কর্মহীন হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করলেন বন্ধুমেলা।
পশ্চিমগাঁ নিবাসী ফজলে রহমান চৌধুরী আয়াজ ও আবদুর রহমান বাদলের সার্বিক তত্বাবধানে আশির দশকে স্কুল জীবনের বেশকিছু বন্ধুদের সমন্বয়ে গঠিত লাকসামের প্রাচীনতম অরাজনৈতিক সংগঠন বন্ধুমেলার বিত্তবান সদস্যদের অর্থায়নে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরনের প্রথম দফা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। দ্বিতীয় দফা ঈদ পুর্ববর্তী সময়ে শুরু হবে বলে জানান বন্ধু মেলার সমন্বয়কারী আবদুর রহমান বাদল।
সংগঠনটির প্রধান সমন্বয়কারী ফজলে রহমান চৌধুরী আয়াজ মুঠোফোনে বলেন, বর্তমান করোনা দুর্যোগকালীন সময়ে নিজেদের সামর্থ অনুযায়ী কিছু সংখ্যক দরিদ্রদের সামান্য কিছু খাদ্যসামগ্রী উপহার দিতে পেরে আমরা আনন্দিত। অঞ্চলভিত্তিক আমরা সকলে এভাবে এগিয়ে আসলে আমাদের আশপাশের হতদরিদ্ররা কিছুটা হলেও ভাল থাকতে পারবে। ভবিষ্যতেও বন্ধুমেলার এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
লাকসামের বন্ধুমেলার এই মানবিক কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. তাজুল ইসলাম, আমির হোসেন দুলাল, আবুল ফারাহ, সুনীল চন্দ্র দে, জয়দেব সাহা প্রমুখ।