মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

চুনারুঘাটে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী দিল ‘রক্তের বন্ধন’

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ‘রক্তের বন্ধন’ চুনারুঘাট সামাজিক ও রক্তদান সংগঠনের উদ্যোগে ১০০ অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সেমাই, ডাল, তৈল, পেয়াজ, ময়দা, নুডুলস, চিনি ইত্যাদি ভোজ্য খাদ্য উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।

সংগঠনের উপদেষ্টা সদস্য মোহাম্মদ বিলাল জানান বুধবার বিকেল ৩ টায় চুনারুঘাটের বিভিন্ন অঞ্চলের সেচ্ছাসেবী অসহায় দরিদ্রদের মাঝে সংগঠনের পক্ষ থেকে এই উপহার সামগ্রী দেয়া হয়।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রক্তের বন্ধন পরিবারের প্রধান উপদেষ্টা- জনাব আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,ভাইস চেয়ারম্যান চুনারুঘাট উপজেলা পরিষদ।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- উপদেষ্টা কমিটির সদস্য -মোহাম্মদ বিল্লাল,মোঃ খলিলুর রহমান, মোঃ আজাদ তালুকদার,মোঃ আঃ মুকিত, মোঃমিজানুর রহমান তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরি কমিটির সভাপতি – মোঃ হাবিবুর রহমান, সিনিয়র-সহ সভাপতি- হাঃ ইমরান আহমেদ,
সহ -সভাপতি- মুশাহিদ সরকার, সাধারণ সম্পাদক- মোঃ এমরানুল হক সোহাগ, সহ-সাধারণ সম্পাদক- নুর উদ্দীন জমাদার,তাসনিন জান্নাত শুভা, সাংগঠনিক সম্পাদক – আরিফুল ইসলাম আরিফ, অর্থ সম্পাদক- ফখরুল ইসলাম সহ আরো অনেকেই।

বিতরণ শেষে যাদের সহযোগীতা এবং অক্লান্ত পরিশ্রমে আয়োজন সফল হয়েছে তাদের প্রতি সভাপতি এবং সাধারণ সম্পাদক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, রক্তের বন্ধন চুনারুঘাট, হবিগঞ্জ, সিলেট, ঢাকা সহ প্রায় অসংখ্য অসহায় গরিব রোগীদের রক্ত দিয়ে সহযোগিতা করেছে বন্ধন ১০০০ সদেস্যর একটি পরিবার রক্তের বন্ধন। সকলের সহযোগীতা ও দোয়া চায় এই পরিবার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com