রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

আজমিরীগঞ্জে আগুনে দুই দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ সদরের বাজারে অগ্নিকান্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার ভোররাতে আজমিরীগঞ্জ সদরের টান বাজারে সামছু মিয়ার মুদির দোখান থেকে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত ঘটে| মূহুর্তে অগুনের লেলিহান শিখা বেড়ে ওই ব্যবসা প্রতিষ্টানসহ পার্শ্ববর্তী ইনু মিয়ার জালের গুদাম পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘন্টাব্যাপি আপ্রান চেষ্টা ও বানিয়াচুং ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচুং ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, বিদুৎতের শর্ট সার্কিটের কারণে আগুনের সুত্রপাত ঘটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com