সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

লাখাইয়ে ওএমএসর চাল আত্মসাৎ, ডিলারকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের লাখাই উপজেলায় অসচ্ছলদের জন্য খাদ্য-বান্ধব কর্মসূচির (ওএমএস) সাড়ে ৩ টন চাল আত্মসাতের দায়ে উজ্জ্বল আহমেদ নামে এক ডিলারকে ৬ মাস কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি উপজেলার ফুলবাড়িয়া এলাকার ওএমএস ডিলার ছিলেন ও জিরুন্ডা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সোমবার (১৮ মে) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ দণ্ডাদেশ দেন। একই সাথে তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারীরা বছরে ৫ মাস ৩০ কেজি করে ১০ টাকা দরের চাল পেয়ে থাকেন। করোনাভাইরাস পরিস্থিতিতে নিয়মিত বিতরণের বাইরেও অতিরিক্ত সুবিধা হিসেবে তা বিতরণ করা হচ্ছিল। সেই চালের ১৪ টন মজুদ থাকার কথা লাখাইয়ের ফুলবাড়িয়া এলাকার ডিলার উজ্জ্বলের কাছে। কিন্তু সেখান থেকে তিনি সাড়ে ৩ টন চাল আত্মসাৎ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অনিয়মের সত্যতা পেলে তাকে ৬ মাসের বিনাশ্রাম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, উল্লিখিত অভিযোগের সত্যতা মিলেছে। যে কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় তাকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ডিলারশিপও বাতিল করা হয়েছে। অভিযানের পরপরই উজ্জ্বলকে কারাগারে পাঠানো হয়।

জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, অনিয়মের প্রমাণ পাওয়ায় বর্তমান ব্যক্তির ডিলারশিপ বাতিল হয়েছে। শিগগিরই সব প্রক্রিয়া শেষে নতুন আরেকজন ডিলার নিযুক্ত করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com