মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

চুনারুঘাটের এফএন ফাউন্ডেশনের ৩য় ধাপের ঈদ উপহার বিতরণ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটের বিভিন্ন গ্রামের হতদরিদ্রদের মাঝে এফএন ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় পৌর শহরের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের সিনিয়র সদস্য আলমগীর মিয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা শানু মিয়া মীরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চুনারুঘাটের পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু।

বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার বাহার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, সাংবাদিক রহমত আলী, ফারুক মাহমুদ, এস এম সুলতান খাঁন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ন সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, অর্থ সম্পাদক এম এস জিলানী আখনজী, আওয়ার টাইমের চুনারুঘাট প্রতিনিধি আব্দুল হাই প্রিন্স প্রমূখ।

বিতরণ সামগ্রীর মধ্যে যা ছিল- ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১টা সাবান ও ১ কেজি পিয়াজ।

এফ-এন ফাউন্ডেশন ইউ,কের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশনের লক্ষ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং তা হলো সমাজের অবেহলিত মানুষের কল্যাণে। এই লক্ষে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে থেকে উপহার সামগ্রী বিতরনের উদ্যোগ নেই। সকলের সহযোগিতা নিয়ে আমরা অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আসুন যার যার অবস্থান থেকে করোনা ভাইরাসে প্রভাবে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দী মানুষের মাঝে কিছু খাদ্য বিতরণের উদ্যোগ গ্রহণ করি। তাহলে দেশের মানুষ না খেয়ে থাকতে হবে না।

উল্লেখ্য, গত শনিবার (৯ মে) চুনারুঘাট উপজেলার কেউন্দা লন্ডনী বাড়িতে ১ম ধাপে ৪০০ পরিবারে মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে কোর্ট স্টেশন রোড মোহনপুরের জিএম ভিলায় হবিগঞ্জ জেলার শ্রমজীবী, দিনমজুর ও কর্মহীনদের মাঝে দ্বিতীয় ধাপে ৪’শ জনকে এফ এন (ফাতেমা-নূর) ফাউন্ডেশন ইউকে‘র উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) তৃতীয় ধাপে চুনারুঘাট পৌর শহরের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন প্রান্তের দিনমজুর ও মধ্যবিত্তদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com