শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৪ জন আর মারা গেছেন একজন।
সোমবার (২৫ মে) ঢাকায় ল্যাবে নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয় বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান।
তিনি জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চুনারুঘাটের ৩ জন, বানিয়াচংয়ের ১ জন ও নবীগঞ্জের ১ জন নতুন রোগী শনাক্ত হয়।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
এদিকে সোমবার সিলেটের ১৯, হবিগঞ্জের ৫, মৌলভীবাজারের ৯ এবং সুনামগঞ্জের ৮ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩২৯ জন, সুনামগঞ্জে ১০৬, হবিগঞ্জে ১৬৪ ও মৌলভীবাজার জেলায় ৯৮ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৭৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০ জন, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ৭৪ জন এবং মৌলভীবাজার জেলায় ১৫ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।