শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নতুন করে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, আক্রান্তরা সদর ও চুনারুঘাটের বাসিন্দা। এ নিয়ে হবিগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৯৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০৫ জন। আর মারা গেছেন একজন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
এরপর প্রতিদিন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরছেনও রোগীরা।
সবশেষ বুধবার (৩ জুন) হবিগঞ্জের ২ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১১৬১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬২৪, সুনামগঞ্জে ২১৩, হবিগঞ্জে ১৯৪ এবং মৌলভীবাজারে ১২৮ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ২৪ জন। এরমধ্যে সিলেটে ১৮, মৌলভীবাজারে চারজন, হবিগঞ্জে একজন এবং সুনামগঞ্জে একজন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৩২২ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১০২, সুনামগঞ্জে ৬৪, হবিগঞ্জে ১০৫, মৌলভীবাজারে ৫১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।