বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোরে সাবেক ব্যবসায়ী নেতার দোকানে চুরির ঘটনা ঘটেছে। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সদস্য মৃত একলিম মাহমুদ এর দোকান তায়েফ হার্ডওয়ারের পিছনের টিন খুলে সুকৌশলে ভিতরে ঢুকে সিসিটিভি ক্যামেরা বিকল করে প্রায় দেড় লাখ টাকার মাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। বৃহস্পতিবার ৪জুন ভোরে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক একলিম মাহমুদের বড় ছেলে তায়েফ মাহমুদ বলেন, সকালে দোকান খুলতে এলে দোকানের ভিতরে ঢুকেই দেখি মেটালের সব মালের কার্টুন ও কিছু মালামাল নিচে পড়ে আছে । দোকানের অবস্থা দেখে পাশের দোকানের ব্যবসায়ী একই এলাকার সিরাজ মিয়াকে খুলে বললে তিনি ব্যবসায়ী সমিতির সভাপতিকে ও থানায় ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ এ সময় সিসিটিভি ক্যামেরা চালু করতে গেলে ক্যামেরাগুলো বিকল পাওয়া যায়।
স্থানীয় ব্যবসায়ী মিন্টু ঘোষ জানান, একলিম মাহমুদ মারা যাওয়ার পর থেকে স্কুল পড়ুয়া দুই ছেলে এই দোকান পরিচালনা করে আসছিলো ৷ হঠাৎ এই চুরির ঘটনা তাদের সামাল দেয়া কষ্ট সাধ্য হয়ে উঠবে ৷
ঘটনার খবর শুনে ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম ইয়াহিয়া ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, খুব দ্রুত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে চোর ধরা হবে ৷
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে চুরি যাওয়া কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ধারণা করছি, চোর আশপাশের হতে পারে। পাশের একটি ব্যাংক ও একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছি যত দ্রুত সম্ভব চুরকে ধরার ব্যবস্থা করা হচ্ছে ৷