সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

হবিগঞ্জে কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) হবিগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা এই অভিযান পরিচালনা করেন।

মাসুদ রানা জানান, অভিযানকালে প্রিয় স্টোর থেকে ১২ বস্তা এবং সুমন স্টোর থেকে ২ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। মোট জালের পরিমাণ পাঁচ লাখ ৬০ হাজার মিটার। জব্দ করা জালের মূল্য প্রায় আট লাখ টাকা। কারেন্ট জাল বিক্রির অভিযোগে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রিয় স্টোরের স্বত্বাধিকারী গৌরাঙ্গ চন্দ্র পালকে ১০ হাজার টাকা এবং সুমন স্টোরের স্বত্বাধিকারী সুমন দাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com